মুরাদনগরে ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও সদ্য যোগদানকৃত ৮৬ জন শিক্ষকদের বরণ

সিটিভি নিউজ।।      ফাহাদ রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলায় সদ্য যোগদানকৃত ৮৬ জন শিক্ষকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি তাদেরকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
রবিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে ল্যাপটপ বিতরণ ও সদ্য যোগদানকৃত শিক্ষকদের বরণ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আকতার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন চৌধূরী, সেলিমগীর হোসেন, সায়মা সাবরিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরীসহ উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদ্য যোগদানকৃত ৮৬ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ ০৬০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ