মুরাদনগরে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত

শান্তির শোভাযাত্রা করছেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংঘঠন ।

সিটিভি নিউজ।।     মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশের মতো ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংঘঠন। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সনাতম ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে নেতারা বলেছেন, ভয় নেই, আমরা পাশে আছি। আওয়ামীলীগ রাজপথ ছাড়ে নাই। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আজ সম্প্রীতি সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে। আওয়ামীলীগ রাজপথে আছে। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙ্গে দিতে পারব, ততদিন পর্যন্ত আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংঘঠন গুলো রাজপথে থাকবে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুরাদনগর সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, কেন্দীয় মৎসজীবী লীগের সদস্য রাজীব মুন্সি, উপজেলা যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাকী, ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সহ-সভাপতি পলাশ চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক হাফিজ খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আজিজুল হক, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কাজল, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাউছার ভূইয়া, উপজেলা যুবলীগের সদস্য আবিদ আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আশরাফ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ১৯-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ