মুরাদনগরে সবচেয়ে বড় দূর্গা বিসর্জন দেওয়া হয়েছে রামচন্দ্রপুর

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     এন এ মুরাদ, মুরাদনগর সংবাদদাতা জানান ====
মুরাদনগরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। বুধবার বিকাল ৪টা থেকে উপজেলার ১৪৮ টি মন্ডবের প্রতিমা বিসর্জন শুরু হয়।
উপজেলার সবচেয়ে বড় পূজা মন্ডব ছিল রামচন্দ্রপুর বাজার। সেখানে জমকালো আয়োজনে বিজয়া দশমী উদযাপন করেন তারা।
বুধবার দুপুর থেকে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে রামচন্দ্রপুর বাজারে আশে-পাশের উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা নিয়ে সমবেত হন । সন্ধ্যার পর থেকে বিজয়া দশমীর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নরেশচন্দ্রপালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন – কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন, টনকী ইউপি চেয়ারম্যান তৈবুর রহমান তুহিন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, – মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, বাঙ্গরা সদর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন- অসিত বরণ শংকর ও অনুপম দেবনাথ।

মুরাদনগর উপজেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাম প্রসাদ দেব (মেম্বার) বলেন, প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের দেওয়া সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রশংসনীয়। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে চড়ে মর্ত্যলোকে আসেন এবং স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে।

বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান- পূজা চলাকালীন পুরো সময়টাই পুলিশ নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করেছেন। শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিজয়া দশমীর অনুষ্ঠান ও দূর্গা বিসর্জন কার্যক্রম শেষ হয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )আলাউদ্দীন ভূইয়া জনী বলেন- প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সম্প্রিতির বন্ধনে উপজেলার সকল পূজামন্ডবের বিজয়া দশমীর অনুষ্ঠান শেষ হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।   সংবাদ প্রকাশঃ  ০৬-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email