‘মুরাদনগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত’

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন থানার ওসি সাদেকুর রহমান।

সিটিভি নিউজ।।      ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে :সংবাদদাতা জানান ===
মাদক, বাল্যবিবাহ, উত্যক্ত ও সামাজিক বিশৃঙ্খলা রোধ করে এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশকে সার্বিক সহযোগিতা করার অভিমত প্রকাশ করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় ওই অভিমত ব্যক্ত করেন তাঁরা।
মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা: হুমায়ুন কবীরের সভাপতিত্বে নব উচ্ছাস যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শিশু, ব্যবসায়ী শামীম মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম শাহেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ভুইয়া সেলিম, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা তাজুল ইসলাম মামুন, ভবানীপুর দাখিল মাদরাসার সুপার আবু মুছা তানিম, সাংবাদিক আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মুন্সী, সাবেক মেম্বার আব্দুল্লাহ স্বপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, আপনাদের যে কোন সমস্যা নিয়ে সরাসরি আমার সাথে দেখা করবেন। কোন ভায়া বা তদ্বির প্রয়োজন নেই। সেবা দিতে আমি সার্বক্ষনিক প্রস্তুত। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ যে কোন অপরাধমূলক কাজ আমাকে জানালে তাৎক্ষনিক ব্যবস্থা নিব।
মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বলেন, নবাগত ওসি সাহেব ইতিমধ্যে আইন-শৃঙ্খলা ও দালালমুক্ত থানার পরিবেশ করে বেশ সুনাম কুঁড়িয়েছেন। প্রত্যেকটা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমে পূর্বের চাইতে বর্তমানে অপরাধ কর্মকান্ড অনেক কমে এসেছে। মাদকের বিষয়ে আরো বিশেষ ব্যবস্থা নিলে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে।

সংবাদ প্রকাশঃ  ২৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ