মুরাদনগরে মতবিনিময় সভায় ডিসি কোন অনিয়ম করলে প্রয়োজনে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে

সিটিভি নিউজ।।   ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর সংবাদদাতা জানান ===
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। ভোট কেন্দ্রে কোন প্রকার জালিয়াতি ও অনিয়ম করলে প্রয়োজনে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। কেউ কোন ধরণের সহিংসতা বা নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করলে তাৎক্ষনিক তা আইনী প্রক্রিয়ায় প্রতিহত করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোন প্রয়োজনে আমরা র‌্যাব এবং বিজিবিকে মাঠে নামাব। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা আচরণ বিধি লঙ্গণ কারীদেরকে প্রতিহত করতে প্রতিনিয়ত মোবাইল টিম কাজ করছে।
মোহাম্মদ কামরুল হাসান সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল তালুকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার পীযূষ চন্দ্র দাস।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমূল হুদা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ শিকদার, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, সকল প্রিজাইডিং কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার ও নারী মেম্বার প্রার্থীগণ। # #
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আরো বলেন, নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে কোন প্রতিহিংসার সুযোগ নেই। নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ ভোগ করবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনী এলাকায় নজরধারী রয়েছে।সংবাদ প্রকাশঃ  ০৭-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ