মুরাদনগরে বন কুমার শিবের বাড়ীতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন কুমিল্লা জেলা হিন্দু নেতৃবৃন্দ

সিটিভি নিউজ।।    স্টাফ রিপোর্টার।। গত ১৮ নভেম্বর শুক্রবার দুপুরবেলা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন পূর্বধইর ইউনিয়নস্থিত কোরবানপুর গ্রামের নিবাসী চেয়ারম্যান বন কুমার শিবের বাড়ীতে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলার বিভিন্ন সংগঠনের হিন্দু নেতৃবৃন্দ ও তাঁর আত্মীয়-স্বজনসহ পূর্বধইর ইউনিয়নের জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে প্রায় ১০ হাজার মানুষ।

এদিকে, একইদিন বিকেলবেলা মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ঐতিহাসিক আন্দিকোট মন্দির পরিদর্শন শেষ ধর্মীয় গান পরিবেশন করেন জেলা হিন্দু নেতারা। এরা হলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সম্পাদক কমল চন্দ খোকন ও কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ ৪র্থ আদাতলের এপিপি এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা জেলার প্রধান সমন্বয়ক অধ্যাপক দীলিপ মজুমদার, জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা তাপস কুমার নাহা, জাতীয় হিন্দু মহাজোট জেলা সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ সাহা, শ্রী শ্রী রামমন্ডলীর সদস্য ও জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা নেতা সজল দত্ত ও দেবাশীষ চৌধুরী (দেবু) এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার ও জাতীয় হিন্দু মহাজোট সাংগঠনিক সম্পাদক বিকাশ সাহা প্রমুখ ৷সংবাদ প্রকাশঃ  ১৯-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ