মুরাদনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান

সিটিভি নিউজ।।      মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ    কুমিল্লার মুরাদনগরে কামাল্লা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবা পেয়েছে প্রায় ২ হাজার সাধারণ মানুষ।

“স্বাস্থ্য ই সকল সুখের মূল, গ্রামের সন্তান গ্রামের চিকিৎসক” এ স্লোগান কে সামনে রেখে  বৃহস্পতিবার সকালে উপজেলার কামাল্লা ইউনিয়নের মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা প্রঙ্গনে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ঢাকা মেডিকেলসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এ মেডিক্যাল ক্যাম্পে সকল রোগের চিকিৎসা সেবা প্রধান করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে পীরজাদা আলহাজ্ব মাও: আবু নসর মোঃ সাইফুর রহমান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন মুরাদনগর ডক্টরস ফোরাম এর আহবায়ক ও অনুষ্ঠানের সমন্বয়কারী ডা. মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

কামরুল হাসান খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি  ছিলেন মুরাদনগর ডক্টরস ফোরাম এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. ফারুক আহমেদ।

এ সময় আরো বক্তব্য রাখেন, কামাল্লা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সামছুল হক, কামরুজ্জামান সরকার, মোরশেদ আলম মাষ্টার,  রিফাত সরকার বাবু, কামাল মেম্বার, মনির সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন গ্রামের সন্তান গ্রামের চিকিৎসক এ স্লোগান নিয়ে আমরা এলাকার সকল শ্রেনীর মানুষের মাঝে এ চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি, বিশেষ করে যারা শহরে গিয়ে চিকিৎসা করতে পারছে না তাদের সুবিধার্থে এ সেবা দেওয়া হচ্ছে। আমরা  বিগত দিনেও সাধারণ জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছি, ভবিষ্যতে ও আমাদের এ মানবিক সেবা  অব্যাহত থাকবে।

সংবাদ প্রকাশঃ  ২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ