মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

সিটিভি নিউজ।।      ফয়জুল ইসলাম ফয়সাল ,মুরাদনগর থেকেঃ===========
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরষ্কার ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর উপর লেখা বই বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুমিল্লা -৩(মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা,মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান রনি, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও আবুল খায়ের।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কাজী নোমান আহমেদ কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) সাদেকুল ইসলাম , শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) ড. মনিরুজ্জামান, শ্রেষ্ঠ রোভার প্রিয়ন্ত মজুমদার,শ্রেষ্ঠ শিক্ষার্থী সাকিয়া জম জম মিম, ইংরেজি বক্তব্যে শ্রেষ্ঠ শারদ পাল সাম্য,রবীন্দ্রনাথ সংগীতে রায়হানা রহমান মাহি,লোকনৃত্যে নবনিতা দেব, লালন সংগীতে ইয়াসমিন আক্তার কেয়া সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি। এছাড়াও দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার,কোম্পানিগজ্ঞ বদিউল আলম উচ্চ বিদ্যালয়,রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই প্রদান করেন।

সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে। মুরাদনগরের মানুষজন বিশ্বের বিভিন্ন বড় বড় জায়গায় রয়েছে। আজকের শিক্ষার্থী আগামীর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের এগিয়ে যেতে হলে বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। মুরাদনগরের বর্তমানে শিক্ষা বিকাশের সব ব্যবস্থা রয়েছে। বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম চালু হচ্ছে আমাদের উপজেলায়। ইতিহাস বিকৃতির মাধ্যমে শিক্ষার্থীদের পিছিয়ে রাখা হয়েছিল ভুল শেখানে হয়েছিল। এখন বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস শিখতে পারছে তরুণ শিক্ষার্থীরা।

এছাড়াও অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জসিম উদ্দিন ও পবিত্র শ্রীমদভগবদগীতা থেকে পাঠ করেন জুটন কুমার মোদক।

সংবাদ প্রকাশঃ  ২১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ