মুরাদনগরে উৎসবমূখর পরিবেশে সমাজ সেবা দিবস পালিত

কুমিল্লার মুরাদনগরে জাতীয় সমাজ সেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।

সিটিভি নিউজ।।       ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর  সংবাদদাতা জানান ===
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় সমাজ সেবা দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ এ শ্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি’র নেতৃত্বে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এক আলোচনা সভায় নপ্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় এতে আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, মুরাদনগর সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুরাদনগর হিলফুল ফুজুল এতিমখানার পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান।
র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলিটেটর সোহেল রানা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী আফজালের রহমান, ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান রনি, রহিমপুর হেজাজীয়া এতিমখানার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান, উম্মে সাকিনা এতিমখানার পরিচালক মাওলানা আবু ইউসুফ, কাজিয়াতল অছিউদ্দিন দারুল কোরআন এতিমখানার পরিচালক হাফেজ ওমর ফারুক, মুরাদনগর এতিমখানার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, রহিমপুর এতিমখানার শিক্ষা সচিব মুফতী বেলায়েত হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

সংবাদ প্রকাশঃ  ২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ