মুরাদনগরে ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রশাসনের সাথে মতবিনিময় সভা

সিটিভি নিউজ।।      মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
ষষ্ঠ ধাপের ইউনয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মুরাদনগর উপজেলার সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ভিষেক দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুবাশ চন্দ্র সাহা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, নির্বাচনে দায়িত্বে থাকা ৬ রিটার্নিং কর্মকর্তা, এছাড়াও উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন
সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন কর্মকর্তারা।
ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী মুরাদনগর উপজেলার ২১টি ইউপি’তে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপজেলা থেকে ২১টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৫৭, সংরক্ষিত নারী সদস্য পদে ২১৬ এবং সাধারণ সদস্য পদে ৭৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ প্রকাশঃ  ১৬-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ