মামলা প্রত্যাহার করার জন্য ভয়ভীতি প্রদর্শন হুমকি ধমকি বুড়িচংয়ে যুব লীগ নেতা সিরাজের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী

সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন   বুড়িচং  প্রতিনিধি========বুড়িচং উপজেলার  বাকশীমূল গ্রামের যুবলীগ নেতা   আহত সিরাজুল ইসলামের  উপর সন্ত্রাসী হামলা কারী আসামিদের কে অবিলম্বে  গ্রেফতার করার দাবি জানিয়েছেন। তিনি গত শুক্রবার বিকালে নিজ এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কে এ দাবীর কথা জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।  আরও বলেন আমি এলাকার চিহ্নিত সন্ত্রাসীদেরন ভয়ে, আতংকে আছি কারণ আমি গতকাল বৃহস্পতিবার  হসপিটাল থেকে বাড়িতে এসেছি চিকিৎসা নিয়ে ।   বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে সংবাদ পাঠায়  হুমকী ধামকী দেয় আমাকে একেবারে জানে মেরে ফেলবে।  আমি কেন মামলা করেছি ।মামলা প্রত্যাহার করার জন্য বার বার ভয়ভীতি প্রদর্শন করছে।   এসয়  উপস্থিত ছিলেন আবদুল অদুদ,বাবুল মিয়া, মো: বাছির ,মো: বাকী, মোহন মিয়া ও মোয়াজ্জেম হুজুর প্রমূখ। গ্রামে চুরি-ডাকাতির শালিসকে কেন্দ্র করেনএবং অন্যায়ের প্রতিবাদ করায় গত ২৭ সেপ্টেম্বর  যুবলীগ নেতা  সিরাজুল ইসলাম সন্ত্রাসীদের  হাতে  মারাত্মক  ভাবে আহত হয়েছিল। কিন্তু এখনো কোন আসামী গ্রেফতার না হওয়ার কারণে ভিক্টিম হতাশ হয়ে ভয়ে নিরাপত্তা হীনতায়  আতংকে দিন কাটাচ্ছেন।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বাকশীমূল গ্রামের এবং বাকশীমূল ইউনিয়ন যুবলীগ নেতা মো. সিরাজুল ইসলাম  (পূর্বপাড়া) পিতা: মৃত হাজী নোয়াব মিয়া ২৭ সেপ্টেম্বর সোমবার বিকাল চার টায় মোটর সাইকেল যোগে  বুড়িচং উপজেলা  থেকে বাড়িতে  যাওয়ার সময় বাকশিমুল গায়ের বাজার এর ২০০ শত গজ পূর্ব পাশে   পূর্বে  হতে উৎপেতে বসে থাকা  একই গ্রামের পাশের বাড়ির আয়েতালীর ছেলে মো: সবুজ (২৫) গংরা লাঠি দিয়ে এলোপাথারী পিটাতে শুরু করে এবং  মোটর সাইকেল থেকে মাটিতে ফেলে দেয় । এসময়  মধ্যে সবুজের কোমরে থাকা একটি ছুরি দিয়ে  মাথায়,হাতে পায়ে পিঠে আঘাত করে মারাত্মকভাবে রক্তাক্ত করে ।এতে আশেপাশের লোকজন  চিৎকার শুনে এগিয়ে আসলে তখন সন্ত্রাসী সবুজ দলবল নিয়ে পালিয়ে যায়।  তারপর এলাকাবাসী তাকে  উদ্ধার করে দ্রুত বুড়িচং সরকারি হসপিটালে ভর্তি করে।  আহত যুবলীগ নেতা সিরাজ জানান কিছুদিন আগে বাকশীমূল গ্রামে ঈদগাহের সামনে একটি চুরি ডাকতির বৈঠক হয় এতে চোরের তালিকায়  সবুজের নাম উঠে আসে ,এতে করে ক্ষোভের বশবর্তী হয়ে সবুজগং আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এতে পরের দিন তাদেরকে আসামী করে থানায় একটি মামলা করা হয়। আসামীদের গ্রেফতারের বিষয়ে থানার ওসি (তদন্ত) কবির হোসেন বলেন  যথা সম্ভব আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো ।

সংবাদ প্রকাশঃ  ০৮-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ