মাপে কম দামে বেশী অন-অনুমোদীত বেবী ফুড বিক্রি ও মূল্য তালিকা বিহীন ৫ প্রতিষ্ঠনকে ২৯ হাজার টাকা জরিমানা

সিটিভি নিউজ।।   এবিএম আতিকুর রহমান বাশার ঃ  সংবাদদাতা জানান ====
কুমিল্লার দেবীদ্বারে ‘তদারকী অভিযানে’ ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে’,- মাপে কম, দামে বেশী, অন-অনুমেদীত বেবী ফুড বিক্রি ও মূল্য তালিকা বিহীন ৫ প্রতিষ্ঠনকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে বানিজ্য মন্ত্রণালয়ের ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারীপরিচালক মোঃ আসাদুল ইসলাম ওই তদারকী অভিযানের নেতৃত্ব দেন। এসময় ভোক্তার কাছ থেকে ৫ লিটার সোয়াবিন তৈলের মূল্য ৭৯৫ টাকার স্থলে ৮৯০ টাকা আদায় করার দায়ে ‘নিউ খান ষ্টোর্সকে ১০ হাজার টাকা, ভোক্তাদের সুবিধার্থে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘মেসার্স স্বপন ষ্টোর্স’কে ৩ হাজার টাকা, অন-অনুমোদিত বেবী ফুড বিক্রির দায়ে ‘মেসার্স হরেকৃষ্ণ সাহা স্টোর্স’কে ৪ হাজার, মাপে কমদেয়া অভিযোগে ‘লোকনাথ মিষ্টান্ন ভান্ডার’কে ৮ হাজার টাকা এবং ‘মধূরাজ মিষ্টান্ন ভান্ডার’কে ৪ হাজারসহ ৫ প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে ক্যাপ সদস্য সাইফুল ইসলাম ও দেবীদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) শাহাদাত হোসেনসহ একদল পুলিশ ছিলেন।
বানিজ্য মন্ত্রণালয়ের ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারীপরিচালক মোঃ আসাদুল ইসলাম বলেন, মাপে কম, দামে বেশী, অন-অনুমোদিত বেবী ফুড বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ‘আমাদের তদারকী অভিযানে’ ৫ প্রতিষ্ঠনকে ২৯ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ প্রকাশঃ  ২২-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ