মানা হচ্ছেনা সরকারি নির্দেশনা ডিএপি ও এমওপি’ চড়ামূল্যে বিক্রির অভিযোগ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :- সরকারী নির্দেশনা অপেক্ষা করে নওগাঁর বিভিন্ন হাট-বাজার গুলোর সার বিক্রেতা দোকানীরা বিভিন্ন অযুহাত দেখিয়ে কৃষকদের কাছে চড়া মূল্যে বিক্রি করছেন ডিএপি ও এমওপি ( পটাশ)। এমনকি অনেক দোকানী সরকার নির্ধারিত মূল্যের তালিকা ঝুলিয়ে রেখে চাহিদামত সরবরাহ নেই, বেশী মূল্যে ক্রয়করা হয়েছে, অনেক দূর থেকে বেশী মূল্যে আনতে হয়েছে এমন অযুহাত দেখিয়ে শস্য-ভান্ডার খ্যাত এ জেলার সাধারন কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত খুচরা বিক্রি মূল্যের থেকে বস্তা প্রতি ( ১৫০ থেকে ২০০ টাকা) বেশী নিচ্ছে দোকানীরা । এছাড়া কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার ও খুচরা সার বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন। বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সার অনেক বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। যদিও কৃষি অধিদপ্তর সারের কোনো সংকট নেই বলে জানিয়েছে। কৃষকদের অভিযোগ, তাঁদের কাছ থেকে সারের দাম বেশি নেওয়া হলেও ডিলাররা কোনো রসিদ দিচ্ছেন না। কেউ কেউ রসিদ দিলেও তাতে সরকার নির্ধারিত দাম দেখাচ্ছেন। প্রতিবাদ করলে সার বিক্রি করবেন না জানিয়ে দিচ্ছেন । নিরুপায় হয়ে কৃষকেরা তাদের কাছে কিনতে বাধ্য হচ্ছেন। ডিলারদের কাছে এভাবে জিম্মি হয়ে তাঁরা অসহায় বোধ করছেন। তবে এ বিষয়ে ডিলারদের দাবি,সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করছেন তাঁরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার প্রতি বস্তা (৫০ কেজির বস্তা) টিএসপি সারের খুচরা মূল্য ১ হাজার ১০০ টাকা (২২ টাকা প্রতি কেজি), এমওপি প্রতি বস্তা ৭৫০ টাকা (১৫ টাকা কেজি), ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ইউরিয়া প্রতি বস্তা ৮০০ টাকা (১৬ টাকা কেজি) নির্ধারণ করে দিয়েছে।কৃত্রিম সংকট দেখিয়ে ঠাকুরগাঁওয়ে ডিলার ও খুচরা সার বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন। বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সার অনেক বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। যদিও কৃষি অধিদপ্তর সারের কোনো সংকট নেই বলে জানিয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১১-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email