মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী জয়া

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।      মঙ্গলবারে ‘রবিবার’-এর সুখবর জানালেন পরিচালক অতনু ঘোষ। তাঁর এই ছবি আন্তর্জাতিক মাদ্রিদ চলচ্চিত্র উৎসব ২০২০-তে আবারও সম্মানিত। আরও একবার ‘সেরা অভিনেতা’র সম্মানে সম্মানিত ছবির নায়িকা জয়া আহসান। ‘সেরা মূল চিত্রনাট্য’র শিরোপা পেল ‘রবিবার’। পরিচালকের উচ্ছ্বাস, ‘কিছু দিন আগেই উৎসব কমিটি এই ঘোষণা করেন। স্পেনে লকডাউন চলছে। তাই ট্রফি আসতে কিছু দিন সময় লাগবে।’

এই আনন্দ একা বয়ে বেরানোর নয় বলেই সোশ্যাল মিডিয়ায় জানাতেই শুভেচ্ছা, অভিনন্দনের বার্তায় ভেসেছেন অতনু এবং টিম ‘রবিবার’।

‘রবিবার’ ইতিহাস গড়েছে বাংলা ছবির দুনিয়ায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসানকে জুটি বানিয়ে। এক রবিবার যদি মুখোমুখি করিয়ে দেয় দুই পূর্ব পরিচিতকে? যাঁদের ঘিরে এক অতীত আছে। তেমন দুই মানুষ যদি ঘটনাচক্রে একে অন্যের সামনে এসেই পড়েন, কেমন হবে সেই সাক্ষাৎ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই অতনুর এই ছবি।

আরও একবার সম্মানিত হয়ে কেমন লাগছে জয়ার? অভিনেত্রীর মতে, ‘‘আমি কৃতজ্ঞ পরিচালক, টিম, দর্শকের কাছে। একটি দিনের ঘটনা এই ছবির পটভূমিকায়। যদিও সম্মানের নেপথ্যে আমার একার কৃতিত্ব নেই। পরিচালক এ রকম একটি চরিত্র সৃষ্টি না করলে, আমাকে নিংড়ে না নিলে একের পর এক সম্মান পেল না ‘রবিবার’।’’

জয়া এও জানিয়েছেন, অতনুর এই ছবি মনোরঞ্জনের নয়, গভীর ভাবে ভাবায়। আন্তর্জাতিক মানের এই ছবি তাই বিশ্বের দরবারে এত প্রশংসিত। প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ক্রিটিক চয়েজ ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০ সেরা কাহিনি এবং সেরা পরিচালনার পুরস্কার দিয়েছে ‘রবিবার’কে। ক্রিটিক চয়েজ ফিল্ম অ্যাওয়ার্ডস প্রতিবছর দেওয়া হয় সিনে সমালোচক গিল্ড থেকে। আয়োজকদের মধ্যে রয়েছেন ভারতের প্রথম সারির সংবাদপত্র, বেতার, বৈদ্যুতিন এবং ওয়েবসাইটের সমালোচকেরা।

সংবাদ প্রকাশঃ  ০৯১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email