মাটিয়ারা এলাকায়  ইদানিং  চুরি- ছিনতাই  বেড়ে গেছে

সিটিভি নিউজ।।     বিশেষ সংবাদদাতা ।।   কুমিল্লা  সদর  দক্ষিন থানার  মাটিয়ারা  মৌজায়  ইদানিং অহরহ  চুরি- ছিনতাই  বেড়ে গেছে ।  ফলে এলাকাবাসী  আাতংকের মধ্যে  দিন কাটাচ্ছে ।  গত ১৫/২০ দিনের মধ্যে ৭টি চুরির ঘটনায় কমপক্ষে  ৩  লাখ  টাকার মালামাল নিয়ে যায়।  এরমধ্যে  মাটিয়ারা মৌজার অধ্যাপক শিবপদ চক্রবর্তীর ঘরে গভীর রাতে চোর দরজার তালা কেটে ঢুকে গৃহিনীর কানের ও গলার  স্বর্ণের  অলংকার  নিয়ে যায়,  যার  দাম  প্রায়  এক লাখ টাকা ,, ঐ মৌজার ঠাকুর বাড়ীর সামনের মন্দিরের তালা কেটে চোর ঢুকে দান বাক্সে নগদ  ৭০/৮০ হাজার টাকা নিয়ে যায়, উক্ত মন্দিরের পাশে  রাজিয়া বেগমের  ঘরের তালা কেটে চোরেরা  ২০ জোড়া কবুতর  চুরি করে নিয়ে যায়  ।  মুক্তিযোদ্ধা বাবু পরেশ মজুমদারের পাকের ঘরের তালা ভেংগে  চোরেরা  গ্যাসের সিলিন্ডার  ও চুলা নিয়ে যায়।  অপরদিকে,  ঐ মৌজার মোঃ ইসমাইল মিয়ার ঘরের বাহিরে বসানো থাকা  সাবমারছিবল পানির মোটর চুরি হয়েছে।

    এছাড়াও মাটিয়ারার মোঃ আবুল কালামের পুকুরসহ আরো কয়েটি পুকুরের মাছ চুরির খবর পাওয়া গেছে।

         এই ব্যাপারে এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলার জনাব মোঃ আবুল হাসান বলেন, সকল অভিভাবকগন তাদের যুবক সন্তানদের দিকে লক্ষ রাখা দরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করেন ।।সংবাদ প্রকাশঃ  ১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ