মহাদেবপুরে সরকারি রাস্তায় দখলকারীদের উচ্ছেদের আবেদন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুর সদরের হাইস্কুল মোড় থেকে দশ কলোনী পর্যন্ত সরকারি রাস্তায় অবৈধভাবে স্থায়ী বিল্ডিং নির্মাণ করে দখল করায় এসব উচ্ছেদের আবেদন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন সদর ইউপির ১ নং ওয়ার্ড সদস্য কাজী ফেরদৌস। তিনি অভিযোগে প্রকাশ করেন রাস্তার দুইপাশে অবৈধভাবে দখল করার কারণে পানি নিষ্কাশণের জন্য ড্রেন নির্মাণের জায়গা না থাকায় তারা ড্রেন করতে পারছেন না। এ ড্রেন না থাকায় সামান্য বৃষ্টি হলে কলোনীপাড়াসহ আশপাশের এলাকা হাটু পানিতে তলিয়ে যায়। বাড়ি ঘর ও রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় এলাকার মানুষের চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। কাজী ফেরদৌস জানান, এই এলাকার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবী অত্র এলাকায় ড্রেনেস ব্যবস্থা থাকলে এলাকাবাসীর জনদূর্ভোগ থেকে পরিতাণ পাবে । তাই তিনি এলাকার মানুষের গণস্বাক্ষর কৃত একটি অভিযোগসহ এমপি,ইউএনও,সদর ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। কাজী ফেরদৌসের দাবী সরকারী রাস্তায় যে সব স্থায়ী স্থাপনা রয়েছে তা উচ্ছেদ করে ড্রেজেন ব্যবস্থা করা হোক। এলাকার সচেতন মানুষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করে এ এলাকার মানুষের দুঃখ লাঘবের জোর দাবী জানান।  সংবাদ প্রকাশঃ  ২৭২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email