মহাদেবপুরে অ্যাস্ট্রজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু, উপচে পড়া ভীড়

সিটিভি নিউজ।।    মো.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে করোনার অ্যাস্ট্রজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ জন ও আগের দিন রোববার ৩০০ জনকে এই টিকা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হাকিম জানিয়েছেন, এই উপজেলায় করোনার টিকা দেয়ার শুরুতে যারা টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে ১০ হাজার ৭৪৫ জনকে অ্যাস্ট্রজেনেকার টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। এদের মধ্যে আবার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ হাজার ৪ জন। অবশিষ্ট ৩ হাজার ৭৪১ জন দ্বিতীয় ডোজ নেয়া বাঁকি রয়েছেন। নতুন করে টিকা সরবরাহ আসায় তাদেরকে ওই টিকা দেয়া হচ্ছে। তিনি জানান, সবাইকেই ম্যাসেজ পাঠানো হচ্ছে। ম্যাসেজ পেয়ে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন তাদেরকেই টিকা দেয়া হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই বাঁকি সবাইকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হবে। তিনি জানান, সম্প্রতি মানুষের টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। এ কারণে প্রতিদিন টিকা কেন্দ্রে অসংখ্য মানুষ ভীড় জমাচ্ছেন।

সংবাদ প্রকাশঃ  ১১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ