মসজিদ, মন্দির, উপাসনালয়ে মাসক এর ব্যাবহার নিশ্চিতে প্রচার চালাতে হবে

সিটিভি নিউজ।।    মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি ॥
মসজিদ, মন্দির বা উপাসনালয়ে মাস্ক এর ব্যাবহার বাধ্যতামুলক করতে হবে। এজন্য ইমাম, পুরোহিত ও সকল ধর্মীয় প্রতিষ্টানের কমিটির সকল সদস্যদের নিয়ে মিটিং করে ব্যাপক প্রচার চালাতে হবে। সেই সাথে কোভিট-১৯ এর ২য় ঢেউ মোকাবেলা করতে বাজার মনিটরিং আরো জোরদার করা সহ নো মাস্ক- নো সার্ভিস শর্ত পালন করতে হবে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত উপজেলা আইন শৃংখলা, কোভিট-১৯ এর ২য় ঢেউ মোকাবেলা সহ বাজার মনিটরিং সভাতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাতে জনপ্রতিনিধি, সকল মসজিদ, মন্দির উপাসানালয়ের ইমাম. পুরোহিত ও গনমাধ্যম কর্মী সহ উপজেলা পরিষদের কর্মকর্তারা অংশ নেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভীন, বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন লুবনা।
সভাতে প্রধান অতিথি ঠান্ডু উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে সকলের উদ্দেশ্যে বলেন, বর্তমানে দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সকল ধর্মের মানুষকে নিয়ম মেনে করোনার ২য় ঢেউ মোকাবেলা করতে হবে।
সভাতে অন্যান্ন মধ্যে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, আলী হোসেন অপু, রাজু আহম্মেদ রনি লস্কর, কালীগঞ্জ ইমাম সমিতির সভাপতি মাওঃ মুফতি মাহমুদুল ইসলাম, পূজা পরিষদের শিবু পদ বিশ^াস, খৃষ্টান মিশনের জন তালুকদার ও বাজার ব্যাবসায়ী সমিতির মাসুম বিল্লাহ প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ০৯১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ