মসজিদে বিস্ফোরণ কেন ঘটল তা অবশ্যই বের হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিটিভি নিউজ।।    নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা কেন ঘটল সে বিষয়ে তদন্ত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিস্ফোরণে কারণ অবশ্যই বের হবে।

রোববার জাতীয় সংসদে উত্থাপিত শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং একাদশ জাতীয় সংসদের দু’জন সংসদ সদস্যসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বর্গের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উত্থাপিত শোকপ্রস্তাবটি জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

মসজিদের বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‌’নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, মসজিদে যে বিস্ফোরণ ঘটলো- এটা অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। বিশেষজ্ঞরা সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করছেন। ঘটনাটা কেন ঘটল, কীভাবে ঘটল সে বিষয়ে তদন্ত হচ্ছে এবং আমি মনে করি, সেটা অবশ্যই বের হবে।’

শেখ হাসিনা বলেন, গ্যাসের লাইনের ওপরে নাকি এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল…সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কোনো নির্মাণ কাজ হয় না। আমি জানি না, রাজউক এটার পারমিশন দিয়েছে কি-না। এর পারমিশন তো দিতে পারে না, দেওয়া উচিত না।’

অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে- একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বিদ্যুৎ এবং গ্যাস সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছি এর কারণ খুঁজে বের করার জন্য।’

সংবাদ প্রকাশঃ  ০৬২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ