মনোহরগঞ্জে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শনে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রীজ পরিদর্শন ও নির্মাণ কাজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী। বুধবার দুপুরে তিনি উপজেলার তুগরিয়া-হাসনাবাদ সড়কের খরখরিয়া-দাদঘর গ্রামে নদনা খালের উপর হাতিরঝিলের আদলে নির্মাণাধীন এ ব্রীজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সেতু রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মাওলা, ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী, সিনিয়র সহকারী প্রকৌশলী তাপস চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আল আমিন সরদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুল হক, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বিএসসি, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আর-তা এন্টারপ্রাইজের প্রোপাইটর আবুল হোসেন ছোটন প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চলতি বছরের জানুয়ারিতে মনোহরগঞ্জ উপজেলার তুগরিয়া-হাসনাবাদ সড়কের খরখরিয়া-দাদঘর গ্রামে নদনা খালের উপর হাতিরঝিলের আদলে এ দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। প্রত্যন্ত অঞ্চলে যুগোপযোগী ব্রীজ নির্মাণের ফলে আশপাশের কয়েক ইউনিয়নের মানুষের যোগাযোগের সেতুবন্ধন তৈরি হতে যাচ্ছে। গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন-অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নাগরিকরা।সংবাদ প্রকাশঃ  ২৮-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email