মনোহরগঞ্জে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

সিটিভি নিউজ।।    মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় যুবকরা। গতকাল দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিনয় ঘর উত্তর পাড়া যুব সমাজ’ এর উদ্যোগে বিনয়ঘর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় সকল শ্রেণি-পেশার বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “গ্রাম হবে শহর” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী নিরলস কাজ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। সারা দেশের সাথে সামঞ্জস্য রেখে মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জেও ইতোমধ্যে ব্যপক উন্নয়ন হয়েছে। এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিনয়ঘর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উন্মুক্ত যাতায়াতের জন্য দেড় কিলোমিটার বিস্তৃত কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবি জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবাসী আনোয়ার হোসেন, উপদেষ্টা শেখ বাবুল, খোরশেদ আলম, সংগঠনের সভাপতি সালাউদ্দিন, সহ-সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ