মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাই প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিটিভি নিউজ।।      ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকা সমমূল্যের ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলা সদরের খিলা ইউপির সিকচাইল বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার পর উপজেলার সিকচাইল বাজারে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন মুক্তিযোদ্ধা ষ্টোরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে নিমিষেই পুড়ে যায় পাশে থাকা তানভীর ষ্টোর, মায়ের দোয়া কপি হাউজ, বেপারী ষ্টোর, কিরন ফার্মেসী, মোমিন ফার্মেসী, আমিন ফার্মেসীসহ ১৩টি দোকান। এ সময় বিভিন্ন দোকানের ক্যাশে থাকা নগদ প্রায় ৬ লক্ষাধিক টাকা, ১৩টি বৈদ্যুতিক মিটার, ফ্রিজ, টেলিভিশন সহ সকল আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় ওই বাজারের ১৩ ক্ষুদে ব্যবসায়ীর স্বপ্ন। তানভীর ষ্টোরের মালিক নুরুল হক জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধের সময় নিজের কাছে এক নিকটাত্নীয়ের গচ্ছিত নগদ ৫ লক্ষ টাকা তিনি দোকানের ক্যাশবাক্সে রাখেন। আগুনে পুড়ে যাওয়া এ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হওয়ার কথা জানান তিনি। ক্ষতিগ্রস্থ এ ব্যবসায়ী জানান, একটি খামার একটি বাড়ি থেকে ২ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসার কাজে লাগান। লোনের মাত্র ২ কিস্তি পরিশোধ হয়েছে। এর মধ্যেই পুড়ে যায় তার ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী। খিলা ইউপি চেয়ারম্যান আল আমিন ভুঁইয়া। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে সহায়তা প্রদানের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদ প্রকাশঃ  ১৯-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ