মনোহরগঞ্জে বিনা প্রতিদ্ধন্দিতায় ১১ ইউপি চেয়ারম্যান নির্বাচিত ১৪ ওয়ার্ডে সাধারন ও সংরক্ষিত সদস্য পদে ভোট ৩১ জানুয়ারী

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।      ইমরান হোসেন সোহাগ,মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা :====
কুমিল্লার মনোহরগঞ্জে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ ইউপির সবকটিতেই বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় ঐ সকল ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩০ জন ও সাধারন সদস্য পদেও ৮৮ জন প্রার্থী বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উপজেলার বিভিন্ন ইউপির ১১টি ওয়ার্ডে সাধারন সদস্য ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে একাধিক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট ইউপিতে ৩১ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্টিত হবে। শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি জানা যায়। নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন ১নং বাইশগাঁও ইউপিতে আলমগীর হোসেন, ২ নং সরসপুর ইউপিতে আব্দুল মান্নান, ৩নং হাসনাবাদ ইউপিতে কামাল হোসেন, ৪নং ঝলম (উঃ) ইউপিতে আব্দুল মজিদ খান রাজু, ৫নং ঝলম (দঃ) ইউপিতে আশিকুর রহমান হাওলাদার, ৬নং মৈশাতুয়া ইউপিতে মফিজুর রহমান, ৭নং লক্ষণপুর ইউপিতে মহিন উদ্দিন, ৮ নং খিলা ইউপিতে আল-আমীন ভুঁইয়া, ৯নং উত্তর হাওলা ইউপিতে এম এ হান্নান, ১০নং নাথেরপেটুয়া ইউপিতে আব্দুল মান্নান চৌধুরী ও ১১ নং বিপুলাসার ইউপিতে ইকবাল হোসেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজির হোসেন মিয়া জানান, ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। ১১টি ওয়ার্ডে সাধারন সদস্য ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে একাধিক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট ইউপিতে ৩১ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্টিত হওয়ার কথা জানান তিনি। তিনি জানান এ উপজেলায় প্রথমবারের মত ইবিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।    সংবাদ প্রকাশঃ  ১৪-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email