মনোহরগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সিটিভি নিউজ।।     ইমরান হোসেন সোহাগ,মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা :
কুমিল্লার মনোহরগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ৬ জুন সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহযোগীতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে ১০ উদ্ভাবনী উদ্যোগ হলো ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়ালী যোগ দেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান মুহিত, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আলম প্রমুখ। অন্যান্যদের মাঝে ইউপি চেয়ারম্যান মেম্বারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ  ০৬-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ