মনোহরগঞ্জে আল আঞ্জুমান তা’লিমুল কোরআন একাডেমির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সিটিভি নিউজ।।    আবুল কালাম আজাদ ঃ সংবাদদাতা জানান ===
মনোহরগঞ্জ উপজেলার আদর্শপাড়া এলাকায় অবস্থিত আল আঞ্জুমান তা’লিমুল কোরআন একাডেমির শুভ উদ্বোধন ও হিফজ শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস.এম. শেখ কামাল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহ্তামিম মাওলানা ওবায়েদুল হক। দীঘিরপাড় দারুল উলুম মাদ্রাসার মুহ্তামিম মাওলানা রুহুল আমিন, আলীনকিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আলম ইয়াছিন, হাজ¦ী সামসুদ্দিন এন্ড আল আঞ্জুমান ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা এবং আয়ারল্যান্ড প্রবাসী মোহাম্মদ আনোয়ারুল আজিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইয়াকুব শরীফ, নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বনশ্রী জামে-মসজিদের খতীব ও নবাবপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মুহ্তামিম মুফতী হোসাইন মাহমুদ আলকারেমী, লাকসাম নশরতপুর হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, নবাবপুর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আশরাফ আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বদিউল আলম, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আশরাফ মানিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোস্তফা কামাল, আবুল কালাম (মেম্বার), ওমর ফারুক, বেলাল হোসেন, মনির হোসেন, মহিন উদ্দিন, হাফেজ আজিজ, হাফেজ ইয়াছিন, হাফেজ জসিম, মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক মোঃ শরীফ উদ্দিন। বৃহত্তর লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন হাফেজিয়ার মাদ্রাসার হিফজ বিভাগের ৬২জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে নগদ আটহাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে নগদ পাঁচ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে নগদ চার হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারীকে নগদ তিন হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারীকে নগদ দুই হাজার টাকা এবং প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরো বিশজন প্রতিযোগিকে সান্ত¡না পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ বলেন আলহামদুল্লিাহ আজকের এই সুন্দর আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি। এ সকল প্রতিযোগিতা আগে শুনতাম শহরে হত। আজকে এ প্রত্যন্ত অঞ্চলে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত শুনে একজন মুসলিম হিসেবে আনন্দবোধ করছি। আশা করি, এ ধরণে আয়োজনগুলো অব্যাহত থাকবে। হাজ¦ী সামসুদ্দিন এন্ড আল আঞ্জুমান ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা এবং আয়ারল্যান্ড প্রবাসী মোহাম্মদ আনোয়ারুল আজিম বলেন, এ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমি আল আঞ্জুমান তা’লিমুল কোরআন একাডেমিকে আন্তর্জাতিক মানের একটি আদর্শ ও আবাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে সভাপতি মনোহরগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস.এম. শেখ কামাল বলেন আজকের এ সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। কচিকাচা বাচ্চাদের সুমধুর সুরে কোরআন তেলাওয়াত শুনে মনটা ভরে গেল। প্রতিষ্ঠানটির এমন উদ্বোধন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আমি আমার প্রিয় নেতা লাকসাম-মনোহরগঞ্জের অভিভাবক এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের সাথে কথা বলে সদ্য প্রতিষ্ঠিত আল আঞ্জুমান তা’লিমুল কোরআন একাডেমির উন্নয়নের জন্য যেকোন ধরণের সহযোগিতা করার চেষ্টা করবো। পরে তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথি, বিচারক, প্রতিযোগি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং আয়োজক কমিটির সদস্যগণসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীদিনে সমাজের যেকোন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

সংবাদ প্রকাশঃ  ০৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ