মনোহরগঞ্জের বিহড়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট: বোন-মা-বাবা আহত

সিটিভি নিউজ।।   মোঃ আলমগীর হোসেন সংবাদদাতা জানান = ।।   কুমিল্লার মনোহরগঞ্জে প্রবাসীর বাড়িতে অতর্কিতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় প্রবাসীর মা-বাবা ও বোন আহত হয়। ঘটনাটি ঘটেছে, রোববার দিবাগত রাত দেড়টায় উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিহড়া দক্ষিণ পাড়ার পানুউল্লা বেপারি বাড়িতে।
প্রবাসীর পিতা রুহুল আমিন জানান, রোববার দিবাগত গভীর রাতে পাটিয়ালা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে নুর আলম (৬০) ও আনু হুজুরের নেতৃত্বে নুর আলমের ছেলে নওশাদ (২৬), মাসুদ (২০), হারুনের ছেলে নাঈম (১৮)সহ ২০/২৫ জন দুষ্কৃতকারী রাত দেড়টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়িতে অতর্কিতে হামলা করে। এ সময় তারা   ঘরের আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও প্রবাসীর মা সুফিয়া বেগম (৬৫), পিতা রুহুল আমিন (৭০), বোন রওশন আরাকে (৪৫) বেদম মারধর করে। একই সময়ে দুষ্কৃতকারীরা ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা, স্বর্নের চেইনসহ মূল্যবান সামগ্রী লুটপাট করে। হামলায় আহত প্রবাসীর মা-বাবা ও বোনকে লাকসাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রবাসী হারুনুর রশিদ, ওমর ফারুক ও স্বপন প্রশাসনের নিকট পরিবারের সদস্যদের মারধর ও লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে, ঘটনার পরপর প্রবাসীর বোন জামাই সাদেক হোসেনকেও আক্রমন করে। কৌশলে পালিয়ে গিয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মিজানুর রহমানসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায়। ইত্যবসরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা সটকে পড়ে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের উভয়পক্ষের পারিবারিক বিরোধ আছে। আহতদের চিকিৎসা নেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।সংবাদ প্রকাশঃ ৩০০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ