মনোহরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

সিটিভি নিউজ।।      ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতাঃ
১২সেপ্টেম্বর থেকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষনার পর কুমিল্লার মনোহরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। প্রায় ১৮ মাস পর বিদ্যালয় খোলার নির্দেশনা পেয়ে শিক্ষকদেরও বিদ্যালয় ঘুছানোর কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। সরকারি নির্দেশনা পালনের অংশ হিসেবে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পাঠদান উপযোগী করতে শ্রেণীকক্ষ, আসবাবপত্র, শৌচাগার পরিষ্কার, বিদ্যালয়ের ভিতরে বাহিরে জীবানুনাশক স্প্রে ছিটানোসহ শিক্ষার্থীদের সুরক্ষায় বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে নানা উদ্যোগ। শুক্রবার সকালে সরেজমিনে উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে এমন চিত্র। ওই বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন ৪ জন কর্মী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এর তদারকি করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ জানান, জীবানুমুক্ত করতে বিদ্যালয়ের চারপাশে পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। পাঠদান উপযোগী করতে আসবাবপত্র ধোয়া মোছার পাশাপাশি শ্রেণীকক্ষে করা হয়েছে জীবানুনাশক স্প্রে। তিনি নির্দেশিত রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহনের আহবান জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গাফফার সুমন এর সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকা বিদ্যালয় খোলার ঘোষনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্থি ফিরেছে। শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হবে বিদ্যালয় এমনটিই আশা করছেন তারা। তিনি জানান শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় তাপমাত্রা মাপার যন্ত্র, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আহবান জানান। এ বিষয়ে কথা হলে উপজেলার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন জানান, নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে শিখন শিখানো কার্যক্রম পরিচালনার নিমিত্তে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয়েছে। শিক্ষাকে এগিয়ে নিতে তিনি ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগীতা কামনা করেন।

সংবাদ প্রকাশঃ  ১১-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ