মডার্ণ ও শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলে পাশ ৯৯.০৯% শতভাগ উত্তীর্ণ কুমিল্লা জিলা ও নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়

সিটিভি নিউজ।।   খন্দকার দেলোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
২০২১ সালের এস এস সি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কুমিল্লা বোর্ডের অন্যতম সেরা কমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবছর শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মাঝে কুমিল্লা জিলা স্কুল থেকে ৩’শ ৮৭ জন পরীক্ষার্র্থী অংশ নিয়ে সকলেই পাশ করেছেন। স্কুলটির প্রধান শিক্ষক রাশেদা আক্তার জানান, মোট পরীক্ষার্থীর মাঝে ৩৪৩ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে বোর্ডের অন্য আরেকটি সেরা স্কুল নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয় থেকে ৩৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এর মাঝে জিপিএ-৫ (এ+) পেয়েছে ২৯০ জন জিপিএ-৫ ৮১ জন এবং জিপিএ ৫ – ০৩ জন পেয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিবিদ,শিক্ষানুরাগী, সমাজসেবক প্রয়াত অধ্যক্ষ আফজল খান এডভোকেটের নিজ হাতে গড়া কুমিল্লা মহানগরীর রামমালা সড়কের ঠাকুরপাড়া এলাকার শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুল থেকে এবার এসএসটি পরীক্ষায় ৯৯.০৯% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে এবছর মোট পরীক্ষার্থী ছিল ২২০ জন। কৃতকার্য হয়েছে ২১৮ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ০২ জন। এর মাঝে এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে ১২ জন, এ পেয়েছে ১০০ জন এবং এ- পেয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। অধ্যক্ষ আফজল খানের গড়া আরেকটি প্রতিষ্ঠান নগরীর নজরুল এভিনিউ’র মডার্ণ হাই স্কুল থেকে এবছর মোট ১১৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১১৯২ জন। পাশের হার ৯৯.৭৫%। মোট জিপিএ-৫ পেয়েছে ৫১৫ জন।

সংবাদ প্রকাশঃ  ৩১-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ