ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ও ওয়াদওয়ানী ফাউন্ডেশন, ইউএসএ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠান

সিটিভি নিউজ।।     সম্প্রতি ৬ই সেপ্টেম্বর, ২০২২ইং তারিখে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী ও শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ও ওয়াদওয়ানী ফাউন্ডেশন, ইউএসএ এর মধ্যে এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্বারকের বদৌলতে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগযোগ দক্ষতা, দলগত নৈপূন্য, সমস্যা সমাধান, গবেষণা ও উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, ইত্যাদি বিষয়ে উন্নত বিশ্বের কারিকুলাম অনুযায়ী নানামুখী প্রশিক্ষনের সুযোগ পাবেন। এছাড়াও ইর্ন্টাণশীপ ও চাকুরি প্রাপ্তিতে বা প্লেইসমেন্টে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী সুযোগ লাভ করবে। সমঝোতা স্বারক অনুষ্ঠানের উপস্থাপনা করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শহীদুল ইসলাম শেখ। বক্তাদের মধ্যে এই সমঝোতা প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমন্বয়ক জনাব শিহাব উদ্দিন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ইংরেজি বিভাগের প্রধান জনাব তারিকুল আলম, ওয়াদওয়ানী ফাউন্ডেশন এর পক্ষে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব ইস্তানুল কবির এবং সর্বশেষে উপাচার্য (ইন-চার্জ) অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যা দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানের পরপরই শিক্ষার্থীদের রেজিষ্ট্রশন ও প্রশিক্ষনের প্রথম ধাপ শুরু হয় এবং এ পর্যায়ে সিনিয়র সহযোগী (জব প্লেসমেন্ট) জনাব শাহরিয়ার ইসলাম শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সঞ্চালনা করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের বিভিন্ন শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার, জনাব আরিফুর রহমান।  সংবাদ প্রকাশঃ  ১২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ