ব্রাহ্মণপাড়া কান্দুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন শতাধিক ছাত্রছাত্রীর বিদ্যালয়ে নেই শৌচাগার, দুর্ভোগে ছাত্রছাত্রীরা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
 সিটিভি নিউজ।।        সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি =====
উন্নয়নের ছোঁয়ায় বিদ্যালয়ের অবয়বে পরিবর্তন আসলেও ১৯৩৯ সালে স্থাপিত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও স্থাপন করা হয়নি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার অতিব জরুরি একটিও শৌচাগার।এ নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে উক্ত বিদ্যালয়ে পড়তে আসা কোমলমতি শিক্ষার্থীরা ও পাঠদান দিতে আসা শিক্ষকর
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কান্দুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাহির থেকে দেখতে সুন্দর ও মনোরম মনে হলেও ভিতরের আবস্থা একেবারে নাজুক।  এ বিদ্যালয়ে প্রায় ৩ শত ৫০ জন ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য নেই কোন শৌচাগার। জানা গেছে, প্রতি বছর ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে এ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা।
এ ব্যপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বলেন, ‘এই বিদ্যালয়টি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সময়ের পরিক্রমায় ছাত্রছাত্রীদের আসন সংখ্যার প্রয়োজনে নতুন দুটি আধুনিক ভবনও নির্মাণ করা হয়েছে। অথচ দুটি ভবনে শৌচাগার না-থাকায় বিদ্যালয়ে পড়তে আসা ছাত্রছাত্রীরা ও আমরা শিক্ষকরা চরম ভোগান্তি পোহাচ্ছি। প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। উপায়ান্তর না-পেয়ে আশপাশের বাড়িঘরে যেতে হচ্ছে। ‘
এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম মুনসী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দুটি আধুনিক ভবন থাকলেও ওই বিদ্যালয়ে নেই কোনো শৌচাগার। আমি শৌচাগার স্থাপন করার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শৌচাগার স্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ‘সংবাদ প্রকাশঃ  ২৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email