ব্রাহ্মণপাড়ায় ১২শ গবাদিপশুর বিনামূল্যে টিকাদান

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা  জানান =====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গবাদি পশুর উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে বিনামূল্যে টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার মধ্য শশীদল, পশ্চিম শশীদল, চারিপাড়া ও সবুজপাড়া এলাকায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে গরু ছাগলসহ ৬৩০টি গরু ও ৫৭০টি ছাগলকে গোট পক্স, এফএমডি ও ক্ষুরা রোগের টিকা দেওয়া হয়। এছাড়া ঔই এলাকার অন্যান্য গবাদিপশুর কৃমিনাশক ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইজমাল হাসান। এসময় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তাহের, ফখরুল ইসলাম প্রমুখসহ এলাকার গণ্যমানয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া তারা ওই এলাকার বিভিন্ন গবাদিপশুর খামার পরিদর্শন করেন। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণের সাথে মতবিনিময় করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইজমাল হাসান বলেন, গবাদিপশুর চলিত টিকাদান কার্যক্রম উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি এলাকায় অনুষ্ঠিত হবে। এই টিকাদান ক্যাম্পের মাধ্যমে চার হাজার গবাদিপশুকে গোট পক্স, এফএমডি ও ক্ষুরা রোগের টিকা দেওয়া হবে। এসব টিকার পাশাপাশি গবাদিপশুর কৃমিনাশক ঔষধ বিনামূল্যে বিতরণ করা হবে।সংবাদ প্রকাশঃ  ৩০-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email