ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ১ মাসে ৭০ হাজার টাকা জরিমানাসহ ১৩ জনকে  কারাদণ্ড

সিটিভি নিউজ।।     মোঃ আবদুল আলীম খান।। সংবাদদাতা জানান ======
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত ১ মাসে ৭০ হাজার টাকা জরিমানাসহ ১৩ জনকে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৭ জনের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, গত এক মাসে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃত্বে ৭ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৪ টি অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয় এবং ২ জনের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
দন্ডবিধি ১৮৬০ এর ১৭১ ধারায় ৩ জনকে, ৩ দিন করে  কারাদন্ড দেওয়া হয়েছে।
 এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘন একই আইনের ১৫(১) ধারায় ১ জনকে  ৫০ হাজার টাকা জরিমানা,  বিদ্যুৎ আইন, ২০১৮ এর ৪০ ধারায় ১ জনকে ২ হাজার টাকা জরিমানা, পরিবেশ সংরক্ষণ আইন
১৯৯৫ এর ৩(ক) লঙ্ঘনের দায়ে ১৫(১) টেবিলের ৬ ক্রমিক ধারায় ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা, সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১৩(গ) লঙ্ঘনের দায়ে ৩১ বিধিতে ২ জনকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন আগামী দিনে ও এ অভিযান অব্যাহত থাকবে।সংবাদ প্রকাশঃ  ০-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ