ব্রাহ্মণপাড়ায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি ===কুমিল্লার  ব্রাহ্মণপাড়ায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  উপজেলা  আওয়ামী লীগের  উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বিকালে উপজেলার শিদলাই মাদ্রাসা মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি।
 তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করব। ২০২৪ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শান্তি সমাবেশ প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের।
শান্তি সমাবেশ প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপু।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক শাহ আলম, সদর ইউপি সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন জসিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব তাসলিমা হক হ্যাপী, যুবলীগ নেতা আবু মোছা মোল্লা,  ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। যুবলীগ নেতা মোঃ মোস্তাক আহাম্মদ এর সঞ্চালনায় সমাবেশের উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান শরীফ,  ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক গাজী মোঃ মানিক মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সংবাদ প্রকাশঃ ৩০০৭২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ