ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলােচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন     ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি ============
“থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে ।  দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিবাসী কর্মী উন্নয়ন প্রােগ্রাম (ওকাপ) এর সহ  যােগিতায় উপ জেলা পরিষদ চত্বর  থেকে বর্ণাঢ্য র‍্যালীটি বের করা হয়। র‍্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার  হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপেজলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  মাে.  ফারুক আহমেদ, সমাজ  সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র  দে, তথ্য  সেবা কর্মকর্তা মোসা. মুনিরা বেগম, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের  সম্পাদক ও  েপ্রসক্লাবের সভাপতি  সৈয়দ আহাম্মদ লাভলু। সঞ্চালনা করেনঅভিবাসী কর্মী উন্নয়ন  েপ্রাগ্রা  েমর প্র  েজক্ট কর্মকর্তা (আর্থিকস্বাক্ষরতা) রথিন্দ্র কােচ। সার্বিক তত্বাবধােন ছিলেন অভিবাসী কর্মীউন্নয়ন প্রোগ্রামের উপজেলা সমন্বয়কারী মো. আজিজুল হক। এছাড়া র‍্যালীও সভায় অভিবাসী ফোরাম কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফুলমিয়া সরকার,হিরন মিয়া, আবদুল আলীম, কবির আহমেদ, মজলুম  হােসেন, আবুল কালাম,বায়েজিদ  হােসেন, সৈয়দ নাজমুল হাসান, মাঠকর্মী সুকরিয়া আক্তার,মাকসুদা আক্তার, সীমা আক্তার, সাবিকুন নাহার, একাউন্ট কর্মকর্তা মাসুম  বিল্লাহ প্রমুখসহ উপজেলার প্রবাস ফেরত অভিবাসী কর্মীগণ উপস্থিত  ছিলেন। সভায় প্রবাস ফেরত অভিবাসী কর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যাতুলে ধরেন। পরে বক্তারা অভিবাসীদেরউদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক  পরামর্শ দেন।সংবাদ প্রকাশঃ  ১-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ