ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপজেলা অবহিতকরণ সভা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন, ব্রাক্ষণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ও ব্রাহ্মণপাড়া ব্র্যাক শিক্ষা কর্মসূচির বাস্তবায়নে উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরন সভায় কুমিল্লা জেলার আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির

 আঞ্চলিক ব্যবস্থাপক আশুতোষ চক্রবর্তীর

সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জুৃয়েল আহাম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা সমবায় কর্মকর্তা মঈন উদ্দিন, সমাজসেবা কার্য্যালয়ের অফিস সহকারী গোলাম মহিউদ্দিন আকাশ, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন,

মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার শফিকুন্নাহার রুবি, বুড়িচং উপজেলা ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোসাঃ আলেয়া বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে কুমিল্লা জেলার আউট অব চিলড্রেন এডুকেশন আঞ্চলিক ব্যবস্থাপক আশুতোষ চক্রবর্তী  মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের করোনা পরবর্তী সময়ের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। শিশুদের লেখাপড়া  মনযোগী করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ সরকার হাতে নিয়েছে বলেও তিনি জানান।   সংবাদ প্রকাশঃ  ১-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ