ব্রাহ্মণপাড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন     ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি  জানান =====
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় ভোটার দিবস-২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন৷
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান, ইউআরসি ইনস্ট্রাক্টর হাজেরা খাতুন, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মানস কুমার রায়, প্রভাষক আবদুল মোমেন, আব্দুল্লাহ আল মামুন, মো. কবির হোসেন ও প্রান্ত কুমার প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। ছবিঃ ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।সংবাদ প্রকাশঃ ০৩০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ