ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায়  প্রথমদিনে অনুপস্থিত ৮৩

সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন    ব্রাক্ষণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি
করোনার ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে এইচএসসি, আলিম ও এইচএসসি বিএম পরীক্ষা। সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রথমদিনের এইচএসসি, আলিম ও এইচএসসি বিএম পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয় এবং সাহেবাবাদ মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেছেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি বিএম পরীক্ষায় সর্বমোট ১২২৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহন করছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক সিটে একজন করে পরীক্ষার্থী অংশগ্রহন করছে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জমায়েতে প্রশাসন কঠোর ছিল। প্রথমদিনে এইচএসসি পরীক্ষার্থী ১৬ জন, আলিম পরীক্ষার্থী ২ জন এবং এইচএসসি বিএম পরীক্ষায় ৬৫ জনসহ ৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।সংবাদ প্রকাশঃ  ০৩-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ