ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আবু জাহের চেয়ারম্যান নির্বাচিত

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন    নিজস্ব প্রতিবেদক   জানান ===
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আবু জাহের ৪০৫৯০ ভোট পেয়েছে , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী নৌকা প্রতীকে ভোট পেয়েছে ৩৬৬৩৯। টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু ছাইব বাপ্পি পেয়েছে ৮৭ ভোট, হাতুড়ি প্রতীকে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মোঃ আল- আমিন পেয়েছে ১২১ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোঃ শাহ আলম পেয়েছে ২৮০ ভোট। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ৩৯৫১ ভোটের ব্যবধানে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আবু জাহের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উপজেলার ৫৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক এক করে সবগুলো কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়। বিভিন্ন কেন্দ্র থেকে আসা প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃজাহাঙ্গীর হোসেন আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আবু জাহেরকে বেসরকারিভাবে নির্বাচিত করেন।
এব্যাপারে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আবু জাহের বলেন, এই বিজয় আমার নয়,  এই বিজয় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর। এ উপজেলার সাধারণ মানুষ আমাকে যে ভালোবাসাে এটা তারই বহিঃপ্রকাশ।সংবাদ প্রকাশঃ  ১১১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ