ব্রাহ্মণপাড়ার চান্দলা বাজারে ইজারার নামে রাস্তায় অবৈধ দোকানপাট, ভোগান্তিতে জনগন

সিটিভি নিউজ ।।  সৌরভ মাহমুদ হারুন     ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের চান্দলা বাজারের রাস্তার দুপাশে
অবৈধভাবে বসানো হয়েছে দোকানপাট। ওই সড়কে ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা আদায় করছে বাজার ইজারাদাররা।
জানা যায়, দক্ষিণ চান্দলা বাজারের রাস্তার দুপাশে স্থায়ীভাবে ফলের দোকান বসিয়েছে বাজার ইজারাদাররা।  সড়ক ও জনপথের (সওজ) জায়গায় বসানো হয়েছে কয়েকটি ভাসমান ফলের দোকান।  ওই সব দোকান থেকে হাট-ইজারাদার ব্যক্তিরা চাঁদা হিসাবে প্রতিদিন ২০ টাকা থেকে ৫০ টাকা এবং বাজারের দিন ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে।  আর যাত্রী ও পথচারীরা ভোগান্তির স্বীকার হচ্ছেন। পথচারীরা জানান, রাস্তার দুপাশে এসব দোকানপাটের জন্য হাঁটা যায় না। বাজার বসানো কোনো জায়গা না থাকলেও  ইজারার নামে টাকা আদায় করার হয়। সড়কের দুপাশে পুরো বাজারটিই গড়ে উঠেছে ফুটপাতের ভাসমান দোকানের দখলে। দোকানিরা জানান, আকার আর ব্যবসার ধরণ বুঝে প্রতিটি দোকান থেকে ১০০ থেকে ২০০ টাকা পযর্ন্ত চাঁদা দিতে হয়।
স্থানীয় সামসুল হকসহ আরো কয়েকজন ব্যক্তি এই চাঁদা তুলেন। সওজের এসব জায়গায় বাজার বসিয়ে ইচ্ছেমতো চাঁদা আদায় করে স্থানীয় শামসুল, খালেকসহ আরো ১৫ থেকে ২০ জন ব্যক্তি। দোকানিরা জানান, শামসুল আলম, খালেক মিয়া তারা প্রতিদিন এসে দোকান থেকে চাঁদা তুলে নিয়ে যান। এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।সংবাদ প্রকাশঃ  ০৭-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ