ব্রাহ্মণপাড়ায় জনসাধারণের ভোগান্তি” “পিয়ন দিয়ে চলছে নির্বাচন অফিসের কার্যক্রম”

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন    ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি ।।  জানান ====
 বর্তমানে বাংলাদেশের অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর নির্বাচন কমিশন। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসের দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন ওই অফিসে কর্মরত পিয়ন মোঃ ইউনুছ। সরেজমিন রবিবার দুপুরে অফিসে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন বিভিন্ন কাজ নিয়ে অফিসে যেয়ে লোকবল সংকটে কাজ না করতে পেরে ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছেন। অফিস সহকারি মোঃ ইউনুছ তার সাধ্যমত চেষ্টা করছেন লোকজনের সেবা দিতে, কিন্তু তার সাধ্য বা ক্ষমতা কতটুকু আছে সেটা আপনার আমার জানা। নতুন ভোটার হওয়া, জাতীয় পরিচয় পত্র, এনআইডি সংশোধন, স্থানান্তর ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এ দপ্তরে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারির ১৭ তারিখ  নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বদলি হয়ে অন্যত্র যাবার পর বুড়িচং নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা মার্চের ৯ তারিখ পর্যন্ত অতিরিক্ত দায়িত্বে ছিলেন। আজহারুল ইসলাম চলে যাবার পর থেকেই নির্বাচন অফিস থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছিলেন না ব্রাহ্মণপাড়াবাসী। মার্চের ১৭ তারিখ আবারও অতিরিক্ত দায়িত্বে আসেন বুড়িচংয়ে যোগদানকারী নতুন নির্বাচন কর্মকর্তা মোঃ বুলবুল আহাম্মদ। তিনি প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার ব্রাহ্মণপাড়ায় অফিস করেন। ব্রাহ্মণপাড়া অফিস সহকারি এনামুল হক এক মাস পূর্বে করোনা আক্রান্ত হয়ে মারা যান। তাই অফিসের দাপ্তরিক কাজ করার জন্য পিয়ন ইউনুছ ছাড়া আর কেউ নেই। অফিসে দুজন কম্পিউটার অপারেটর আছেন আব্দুল্লাহ আল মামুন ও মোঃ কবির হোসেন। তারা দুজন ডাটা এন্ট্রির কাজ নিয়ে ব্যাস্ত থাকেন। অতি গুরুত্বপূর্ণ এ দপ্তরে জাতীয় পরিচয় পত্রের কাজ ছাড়াও নির্বাচন অফিসের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয় জনসাধারনের। অনেক দূর-দূরান্ত থেকে জনগণকে নির্বাচন অফিসে এসে তাদের কাঙ্ক্ষিত কাজ সম্পন্ন করতে না পেরে ফিরে যেতে দেখা যায়। মাধবপুর ইউনিয়নের রানীগাছ এলাকার মোঃ জব্বার হোসেন বলেন, এ নিয়ে পাঁচ দিন আমি ফিরে গিয়েছি, আমার ভোটার আইডি সংশোধন করতে এসেছিলাম, এখনো করতে পারিনি। নগরপাড় গ্রামের রহিমা খাতুন বলেন, আমার মেয়ের নতুন ভোটার করতে কয়েক দিন এসেছি কেউ আমাকে সাহায্য করছে না। আমার মত এরকম অনেকেই এসে ফিরে যেতে দেখেছি। এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বে নির্বাচন কর্মকর্তা মোঃ বুলবুল আহাম্মদ মুঠোফোনে জানান, সার্বক্ষণিক একজন নির্বাচন কর্মকর্তা হলে অবশ্যই ভালো হতো। তারপরও আমি যতটুকু পারছি আমার সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি। জানতে চাওয়া হলে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম এ প্রতিনিধিকে বলেন, ইতিমধ্যে কুমিল্লা জেলায় দুজন নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে আমরা আশা করছি ব্রাহ্মণপাড়ায় নতুন নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিতে পারব। এ ব্যাপারে আমি সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান মহোদয়ের সাথে শীঘ্রই আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব।সংবাদ প্রকাশঃ  ৩০২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ