ব্রাক্ষণবাড়িয়া কসবা, কুটি দক্ষিণ দুধবাজারে ভয়াবহ আগুন, পুড়ে গেছে শতাধিক দোকান, ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

সিটিভি নিউজ।। মোহাম্মদ মনিরুজ্জামান সাগর  ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান ==   গত ২৬ ফেব্রুয়ারী  আনুমানিক রাত ১০.৩০ মিনিটে কসবা, কুটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষনিক ভাবে কসবার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আখাউড়ার একটি এবং ব্রাক্ষণবাড়িয়া থেকে একটিসহ ৫ টি ইউনিট প্রায় দুঘন্টার চেষ্টায় রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাজারে মরিচের টিনশেট গোডাউন, তেলের গুদাম, মুদির দোকান ও বইয়ের দোকানসহ প্রায় শতাধিক দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি তবে অনুমান করা যায় প্রায় কোটি টাকার মালামাল আগুনে নষ্ট হয়েছে।
এতে কয়েকজন আহত হয়।
ফায়ার সার্ভিস ইউনিটের ব্রাক্ষণবাড়িয়ার ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব তৌহিদুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের সকল ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন বাজারের দোকান ও গুদামগুলো পরিকল্পিত ভাবে করা হয়নি যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তাছাড়া বাজারে আগুন নিভানোর ও নেই।
কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ মুহাম্মদ খালিদ জানান রাত ১০ টা ২০ মিনিটে আমাদের কাছে কুটি বাজারে অগ্নিকান্ডের খবর আসে।  খবর পেয়ে আমরা দ্রূত ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা অনেক ছিল।

এসময় কুটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল মিয়া, এলিম মেম্বারসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ২৭-০২-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ