ব্যাতিক্রমি উদ্যোগ শহরে ভ্রাম্যমান টয়লেট চালু করলো কালীগঞ্জ পৌরসভার মেয়র

সিটিভি নিউজ।।     মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি==========
ভ্রাম্যমান টয়লেট চালুর মাধ্যমে এক ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করে জনসাধারনের পাশে দাড়িয়েছে কালীগঞ্জ পৌরসভা। পৌর এলাকা সহ দুরদূরান্ত খেকে আসা জনসাধারন তাদের বিশেষ প্রয়োজনে এ টয়লেট সুবিধা পাবেন। রোববার বেলা ১১ টায় শহরের মেইন বাসষ্টান্ডে ভ্রাম্যমান টয়লেট সেবা প্রদান কার্ষ্যক্রমের আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম।
পৌর মেয়র আশরাফ জানান, কালীগঞ্জ উপজেলা সহ দুরদুরান্ত থেকে শহরে আসা সাধারন মানুষ প্রকৃতির কাজ সারতে টয়লেটের অভাবে অনেক সময় বিড়ম্বনায় পড়ে থাকেন। তাদের অসুবিধার কথা মাধায় রেখেই পৌরসভার একটি পুরাতন পিকআপ গাড়ীতে ভ্রাম্যমান টয়লেটে বানানো হয়েছে। পৌর ফান্ডের প্রায় পাঁচ লাখ টাকা ব্যায়ে এ প্রকল্পটি চালু করা হয়েছে।
মেয়র আরো বলেন, ভ্রাম্যমান টয়লেট গাড়ীটি পৌর বাজারের বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে দুই ঘন্টা করে অবস্থান করবেন। এ সময়ের মধ্যে জনসাধারন সামান্য ৫/১০ টাকা দিয়ে এটি ব্যাবহারের সুযোগ পাবেন। পৌরসভার নেওয়া এমন উদ্যোগটি দেশের থানা পর্ষায়ের মধ্যে কালীগঞ্জেই প্রথম চালু করলেন বলে তাদের দাবী।
উদ্বোধন অনুষ্টানে, পৌর সভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গনমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ  ০৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ