ব্যবসায়ীরাই দোকান পাবেন, মুখ দেখে বা আত্মীয় পরিচয়ে না : মেয়র আইভী

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : আগামী ২০২৩ সালে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ‘অপরাজিতা নগর বিদ্যালয়’ নামে অত্যাধুনিক স্কুল চালু হবে বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। একই সঙ্গে স্কুলের নিচ তলায় সাধারণ ব্যবসায়ীদের জন্য দোকান, বিদ্যালয়ের সামনের মাঠ ও ওয়াক-ওয়ে নগরবাসীর জন্য উন্মুক্ত করার আশ্বাস দেন তিনি।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় শহরের টানবাজার থানা পুকুরপাড় এলাকায় সিটি করপোরেশনের নিজেস্ব অর্থায়নে নির্মাণাধীন ‘অপরাজিতা নগর বিদ্যালয়’ এর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় স্কুলের নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেন।
মেয়র আইভী বলেন,‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগামী বছরের শুরুতে স্কুলের কার্যক্রম শুরু করা যায়। আশা করছি সম্ভব হবে। কারণ ইতোমধ্যে ভবন নির্মাণ শেষ। এখন ভবনের জানালা, টাইল্স, প্লাস্টার সহ অন্যান্য কাজ করবে। একই সঙ্গে মাঠ সংস্কার করা হচ্ছে। মাঠের চারপাশে স্থানীয় বাসিন্দাদের জন্য ওয়াকওয়ে থাকবে। এখানে বসার ব্যবস্থাও থাকবে। কিছু গাছ লাগানো হবে। আশা করছি সব কিছুই আগামী বছর উন্মুক্ত করা হবে।’
এসময় থানা পুকুরপাড় হোসিয়ারী হকার ব্যবসায়ীরা দোকানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘ এখানে যারা ব্যবসায়ী ছিলেন তারাই দোকান পাবেন। কোন মুখ দেখে বা আত্মীয় স্বজন পরিচয়ে দোকান পাবেন না। লটারী করা হবে যার যে দোকান পাবেন সেটাই তার। তবে আশা করছি আগামী বছর থেকেই দোকান শুরু করতে পারবেন।’ এসময় দোকানদারকে মেয়রকে ধন্যবাদ জানান।
সরেজমিনে দেখা যায়, ‘অপরাজিতা নগর বিদ্যালয়’ স্কুলের ৮ম তলা নির্মাণকাজ শেষ হয়েছে। এছাড়াও ভবনের নিচতলায় কাজ করা হচ্ছে। দ্রুতগতিতে চলছে স্কুলের নির্মাণ কাজ।’
কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘এই মুহূর্তে স্কুলের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এ বছরের শেষ দিকে সব কাজ শেষ হবে আশা করা যাচ্ছে।’
তিনি বলেন,‘অপরাজিত নগর বিদ্যালয়টি হবে ৮তলা বিশিষ্ট। এখানকার স্থানীয় ব্যবসায়ীদের পূর্ণবাসনের জন্য নিচতলা দোকান হিসেবে বরাদ্দ দেওয়া হবে। আর দ্বিতীয় তলা থেকে স্কুলের কার্যক্রম শুরু হবে। প্রতিটি ফ্লোরে ৫টি করে ক্লাস রুম থাকবে। এছাড়াও খেলার মাঠ, কম্পিউটার ল্যাব, পাঠাগার সহ স্কুলে যাবতীয় সব কিছু থাকবে। এখানে শিশু থেকেই কার্যক্রম শুরু হবে। ধীরে ধীরে দশম শ্রেনি পর্যন্ত। ৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ স্কুলের কার্যক্রম আগামী বছর থেকে শুরু হবে।’
তবে এর আগে একটি সভায় মেয়র আইভী বলেছেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে টানাবাজার এলাকায় একটি অত্যাধুনিক স্কুল করা হচ্ছে। এখানে অসহায় সুবিধা বঞ্চিত ও নিম্ন শ্রেনির পরিবারের শিশুদের জন্য বিশেষ অগ্রাধিকার থাকবে। এখানে মানসম্মত শিক্ষা পাবে শিশুরা। এছাড়াও পরিচ্ছন্ন কর্মীদের শিশুদের পড়ালেখার জন্য কোঠার ব্যবস্থাও রাখবেন। যাতে শিশুরা টাকার অভাবে পড়ালেখা থেকে বঞ্চিত না হয়।’

সংবাদ প্রকাশঃ  ২৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ