বুড়িচংয়ে সেচ দক্ষতা বৃদ্ধি ও পানির অপচয় রোধে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

সিটিভি নিউজ।।   আক্কাস আল মাহমুদ হৃদয়।। বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলায় পানি ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে ধান চাষের দিন ব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(৩১ ডিসেম্বর ২০২২)শনিবার কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের নলকূপের’ ভূ-গর্ভস্থ পানি সংরক্ষণ এবং বাংলাদেশের সেচ নির্ভর কৃষি ব্যবস্থার দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ লক্ষ্যে দিন ব্যাপী কৃষক- কৃষাণীদের শীর্ষক সমীক্ষা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের বাকশীমূল গ্রামের বাড়িতে।

উক্ত প্রশিক্ষণ ও আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষি কৃষিবিদ বানিন রায়।

উক্ত আলোচনা সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মো. দুলাল হোসেন,অতিরিক্ত পরিচালক (প্রকল্প পরিকল্পনা), পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং উইং, ডিএই, খামারবাড়ি, ঢাকা। বিশেষ অতিথি মো.আব্দুস সালাম,উপপরিচালক (মনিটরিং ও কো-অর্ডিনেশন), সরেজমিন উইং, ডিএই, খামারবাড়ি, ঢাকা।

উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপসহকারি কৃষি অফিসার মো. নজরুল ইসলাম।

প্রশিক্ষণ ও আলোচনা সভার বক্তারা বলেন,সেচের পানির অপচয় কমিয়ে ভূ গর্ভস্থ পানি সংরক্ষণ ও ফসলের উৎপাদনশীলতা বাড়াতে হবে।এ এলাকায় সেচ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন ধরে রাখাসহ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

সংবাদ প্রকাশঃ ৩১১২২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ