বুড়িচংয়ে  মসজিদ ও নুরানি মাদ্রাসা  পরিচালনা করতে বাধা প্রদানের অভিযোগ এবং হামলায়  আহত ১ 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন       নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর  খাড়াতাইয়া গাজীপুর নোয়াপাড়া এলাকায় মসজিদ ও নুরানি – হেফজাখানা  মাদ্রাসা  পরিচালনা করতে বাধা ও মাদ্রাসার পরিচালক  শাহ জালাল  কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ  পাওয়া গেছে।এব্যপারে গত বৃহস্পতিবার  আহত শাহজালাল বুড়িচং  উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নিকট একটি অভিযোগ দায়ের করে।
  মসজিদ ও নুরানি  হেফজা খানা মাদ্রাসার জমি দানকারী  জেলার  বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর নোয়াপাড়া এলাকার গ্রামের মৃত নেয়াজ আলীর ছেলে  মোঃ শাহজালাল  জানান  যে ওই এলাকায় কোন মসজিদ  ও নুরানি হেফজাখানা না থাকায় নামাজ  ও   ছোট ছোট কমলমতি শিশুদের ধর্মীয় শিক্ষায় ব্যহৃত হলে আমি স্থানীয় লোকজনদের নিয়ে বৈঠকের মাধ্যমে আমি চার শতক জমি, আমার বড় ভাই আব্দুর রাজ্জাক থেকে দুই শতক জমি ও আমার বড় বোন সাজেদা বেগম থেকে চার শতক জমি সর্বমোট দশ শতক জমি মসজিদ ও নুরানি মাদ্রাসার জন্য ওয়াকফ দলিল সৃজনকরে  মসজিদ ও হেফজাখানা নির্মাণ করি। নির্মানের পর থেকে  আমাদের ওই এলাকার একটি কুচক্রী মহল তাদের মনগড়া একটি কমিটি তৈরি করে তাদের মনমত  পরিচালনা করতে থাকে। আমি মসজিদে আযান ও নামাজ পড়তে গেলে এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে আব্দুস সাত্তার, মৃত ফয়জুলের ছেলে মোঃ কামাল হোসেন, শহীদ মিয়া, নজরুল ইসলাম পংকু উভয় পিতা মৃত তমুজ উদ্দিন, নজরুল ইসলাম পংকুর ছেলে সিয়াম, সহ আরও ৫-৭ জন  আমাকে হামলা চালিয়ে আহত করে। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তারপর থেকে হামলা কারিরা মসজিদ ও নুরানি হেফজাখানা এবং মাদ্রাসা পরিচালনা করতে আমাকে বিভিন্ন ভাবে বাধার সৃষ্টি  ও হুমকি ধমকী দিয়ে আসছে। তিনি আরও অভিযোগ করেন বর্তমানে নিরাপত্তা হীনতায় ভোগছেন। এব্যপারে শাহজালাল বাদী হয়ে ১২ -১২ জন কে নামীয় অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নিকট।সংবাদ প্রকাশঃ  ১২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email