বুড়িচংয়ে বাড়ির সীমানা বিরোধের জেরে ৫ জন আহত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন   নিজস্ব প্রতিবেদক  জানান ===   কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির সীমানা বিরোধের জেরে    একই পরিবারের ২ জনসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া   গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১ ফেব্রুয়ারি   বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া   গ্রামের এজাহারের বাদী স্বর্ণালী আক্তারের উত্তর পশ্চিম  কোণে জনৈক রাব্বীর সেলুনের সামনে।  এ ব্যাপারে কাঠালিয়া গ্রামের মো. সোহেল রানার স্ত্রী  স্বর্নালী আক্তার বাদী বুড়িচং থানায় একটি লিখিত  এজাহার দায়ের করেন। দায়ের করা এজাহারের ভিত্তিতে জানা   যায়- কাঠালিয়া গ্রামের মৃত: আবদুর রহমানের ছেলে মো.   ফারুক মিয়া গংদের সাথে তাদেরই প্রতিবেশী প্রতিপক্ষ  মৃত: আ: আজিজ মিয়ার ছেলে সদ্য বিদেশ থেকে আসা  মো সোহেল রানা (৩৫) ও মনির হোসেন গংদের সাথে
দীর্ঘদিন প্রতিহিংসা ও বসত বাড়ীর সীমানাও চলাচলের  রাস্তা নিয়ে দ্বন্ধ চলে আসছে। এ নিয়ে এলাকার সাহেব সর্দারগণ একাধিকবার আপোষ মীমাংসা করে দিলে   প্রতিপক্ষরা আবার ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন গত ১ ফেব্রুয়ারি দুপুর ১ ঘটিকার সময় প্রতিপক্ষগণ   সামাজিক সিদ্ধান্ত উপেক্ষা করে বাদীনির স্বামী মো.
সোহেল রানাকে সুকৌশলে ঘর থেকে ডেকে ওই সেলুনের
কাছে নিয়ে যায়। সেখানে তাকে জিম্মি করত তাকে
হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দ্বারা বাম চোখের নিচের অংশে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। তার আত্মচিৎকারে
সোহেল রানার ভাই মনির হোসেন ও অন্যান্যরা এগিয়ে
গেলে প্রতিপক্ষরা আরো বেপরোয়া হয়ে মনির হোসেনের
গলায় থাকা ৬৫ হাজার টাকা মূল্যের একিট স্বর্ণের
চেইন টান মারিয়া নিয়া যায়। এসময় অন্যন্য প্রতিপক্ষরা
তাদের হাতে থাকা ধারালো অস্ত্র সস্ত্র দিয়ে তাদেরকে
হত্যার ভয় দেখিয়ে চলে যায়।
পরবর্তীতে তাদের স্বজনরা আহতদের বুড়িচং উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এমতাবস্থায় বিষয়টি সুরাহাকল্পে সংশ্লিষ্ট সকলকে
এগিয়ে আসার অনুরোধ জানিছেন শান্তি প্রিয়
এলাকাবাসী।
ক্যাপশন:
বুড়িচং উপজেলার কাঠালিয়ায় বাড়ির সীমানা বিরোধের জেরে
গুরুতর আহতদের একজন।সংবাদ প্রকাশঃ  ২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email