বুড়িচংয়ে পিতার সহযোগীতায় দু’সহোদরের হাতে প্রবাসি ভাই খুন

সিটিভি নিউজ ।।   সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ  কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনার জের ধওে পিতা ও সন্তানদের হাতে হাসান (৩৫) নামের এক কাতার প্রবাস ফেরত এক যুবকের মর্মান্তি মৃত্যু হয়েছে। এঘটনার পর পিতাসহ সন্তানরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলা সদরের পশ্চিম পাড়া এলাকার সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আনোয়ার হোসেনের পুত্র হাসান চলতি বছরের ২০ জানুয়ারী প্রবাস জীবন কাতার থেকে দেশে ফিরে। এরপর করোনা প্রভাবের কারণে কর্মস্থলে ফিরে যেতে পারেননি। সম্প্রতি তিনি শঁখে ছাদ বাগান করেন। গতকাল বৃহস্পতিবার সকালে ছাদ বাগান পরিচর্যা করতে যায়। বেলা আনুমানিক সাড়ে ৯ টায় ছোট দু’ভাই সাইফুল ইসলাম ও সবুজ সেখানে গিয়ে বড় ভাই হাসানের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এসময় বাবা আনোয়ার হোসেন সেখানে এসে সাইফুল ও সবুজের সাথে যোগ দেয়। তর্কবির্তকের এক পর্যায়ে পিতার উপস্থিতিতেই সাইফুল হাসানকে ইট দিয়ে মাথার পিছনে আঘাত করলে সে সংজ্ঞাহীন হয়ে যায়। তখন পিতাসহ পুত্ররা হাসানকে ছাদের উপর রেখেই চলে যায়। ঘটনার সময় হাসানের স্ত্রী তানিয়া স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধোর করে দেবররা। তার চিৎকারে প্রতিবেশীরা এসে বুড়িচং উপজেলা সদরের বাজারে খবর দিলে অপর সহোদর আবুল কালাম আজাদ এসে মুমুর্ষূ অবস্থায় হাসানকে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে বুড়িচং থানার এসআই বিনোদ দস্তগীর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আলামত হিসেবে ইট জব্দ করে থানায় নিয়ে আসে। স্থানীয় সুত্র আরো জানায়, সন্তানকে ছাদে মুমুর্ষূ অবস্থায় ফেলে রেখে পিতা আনোয়ার দুধ বিক্রি করতে বাজারে চলে আসেন। আর দু’ভাই পালিয়ে যায় অজ্ঞাতস্থানে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ক্যাপশন- বুড়িচং উপজেলা সদরে পিতা ও দু’ সহোদরের হাতে প্রবাসি স্বামীর মৃত্যুতে স্ত্রী ও স্বজনদের আহাজারি, পাশে তিন বছরের শিশু কন্যা নির্বাক । ইনসেটে নিহত- প্রবাসি হাসান।

সংবাদ প্রকাশঃ  ২৭২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ