বুড়িচংয়ে পরিকল্পিত ভাবে বিধবার ৩ টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন  বুড়িচং প্রতিনিধি।।    জানান =====
কুমিল্লার বুড়িচংয়ে ষোলনল ইউনিয়নের মিথিলাপুর গ্রামের মৃত আঃ কুদ্দুসের স্ত্রী শামীমা আক্তার এর ৩ টি ঘর পরিকল্পিত ভাবে আগুন দিয়ে পুড়িয়েছে দূর্বৃত্তরা। ঘটনা ঘটেছে গত মার্চের ২১ তারিখে। শামীমা আক্তার বলেন আমি আমার ২ মেয়ে ৩ ছেলে নিয়ে আমার স্বামীর বসতভিটায় বসবাস করে আসছি।আমার একটি ছেলে প্রতিবন্ধী। আমাকে স্হানীয় একটি কুচক্রী মহল অকারণে আমার পুরো পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। আমার বসতবাড়িতে চৌচালা দুটি টিনের ঘর সংলগ্ন একটি মুদি দোকান এবং আমার বাড়ির দক্ষিণ ভিটায় থাকা একটি দোচালা ঘরে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্হানীয়রা আগুনের ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে তবে সব পুড়ে  শেষ হয়ে গেছে। যার কারণে আমার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার যা সম্ভবল ছিলো সব শেষ হয়ে গেছে। আমি যে ঘরে থাকি ঐ ঘরেও দরজায় আগুন দিয়েছে, যা উপলব্ধি করে আমি বের হয়ে আসি, এবং দরজার আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলি। কিন্তু বাকি ৩ ঘর রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি ভয়ে।

এ ব্যাপারে স্হানীয় সচেতন মহল, মেম্বার, চেয়ারম্যান অবগত আছে। তারা প্রশাসনের কাছ থেকে আমাকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। পরে অনেক দিন হয়ে গেলো আমি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। এবং আমার বাড়িতে যারা আগুন দিয়েছে তাদেরকে খোঁজে বের করার কোনো উপায় পাচ্ছি না। অবশেষে আমি এ ঘরগুলো মেরামত করতে প্রশাসনের ধারে ধারে গেলে সবাই আমাকে দরখাস্ত করার জন্য বলে। কিভাবে দরখাস্ত করে কার কাছে করবো আমি জানতাম না। আমাকে এ ব্যাপারে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। অবশেষে অনেক ঘুরাঘুরি করার পর কিছুদিন পূর্বে আমি বুড়িচং থানায় অজ্ঞাত ব্যাক্তিদের নামে একটা অভিযোগ করি। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি অভিযোগ কপি দায়ের করি। প্রশাসনের সঠিক সহযোগিতা না পেলে আমি আর ঘর করা সম্ভব নয়। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার দিকে সুনজরে দেখে আমার ঘর করে দিলে আমার সন্তানদের নিয়ে আমি বেঁচে থাকতে পারবো। যারা আমার ঘরে আগুন দিয়ে আমার ঘর পুড়িয়ে দিয়েছে তাদের যেনো দ্রুত প্রশাসন ধরে শাস্তির ব্যবস্থা করে আমি এটাই কামনা করছি।সংবাদ প্রকাশঃ  ১৮-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email