বুড়িচংয়ে জমি নিয়ে পূর্ব আক্রোশের জের ধরে ৪ জন  আহত

সিটিভি নিউজ।।        বুড়িচং প্রতিনিধি===============
কুমিল্লাার বুড়িচংয়ে জমি নিয়ে পূর্ব আক্রোশের জের
ধরে বসতভিটিতে হামলা ও ভাংচুর করে প্রায় ৫০ হাজার
টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে
গত ৩০ সেপ্টেম্বর রাত ৭ ঘটিকার সময় বুড়িচং উপজেলার
পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর নুরুল ইসলামের স্ত্রী
বাদিনী মমতাজ বেগমের বসতভিটির উঠানে । এ ব্যাপারে
ক্ষতিগ্রস্ত পরিবার মমতাজ বেগম বাদী হয়ে ৫ জনকে
অভিযুক্ত করে বুড়িচং থানায় গতকাল ১ সেপ্টেম্বর একটি
লিখিত এজাহার দায়ের করেন। দায়ের করা এজাহারের ভিত্তিতে
জানা যায়- প্রতিপক্ষরা বাদীনির একই গ্রামের লোক।
ঘটনার দিন দুপুর বেলা মমতাজ বেগমের কন্যা জেসমিন
আক্তার (জখমী) উক্ত বিষয়ে জেসমিনের ভাই খোরশেদ আলম তার
প্রতিবাদ করিলে সকল প্রতিপক্ষগণ একজোট হয়ে মমতাজ
বেগম ও তার পরিবারের লোকজনের উপর হুমকি ধমকি প্রদান
করে। এসময় প্রতিপক্ষ মো. মোসলেম উদ্দীন গংরা তাদের
হাতে লোহার রড, দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বাদিনীর উঠানে
জড়ো হয়ে পশ্বিম ভিটির দরজা জানালা ও পাকা ওয়াল ভাংচুর
করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধনসহ বাদিনীর কানে
থাকা ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য প্রায়
২০ হাজার টাকা মিলিয়ে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন
করে। প্রতিপক্ষদের হাতে থাকা লাঠি দ্বারা খোরশেদ আলমকে
বেধরক মারধোর করে শরীরের বিভিন্ন স্থানে লিলাফুল জখম
করে। প্রতিপক্ষগণ খুন জখমের ভয় দেখাইয়া বাদিনীর পশ্চিম
ভিটির দরজায় তালা লাগিয়ে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে। যা
সভ্য সমাজে কারো কাম্য হতে পারে না। এসময় তাদের
আত্মচিৎকারে অন্যান্যরা এগিয়ে এলে প্রতিপক্ষরা ঘটনাস্থল
ত্যাগ করে। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সুরাহা কল্পে সংশ্লিষ্ট
সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী
ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্যাপশন;
বুড়িচংয়ে জমি নিয়ে পূর্ব আক্রোশের জের ধরে ৪ জন
আহত ও বসতভিটি ভাংচুর।সংবাদ প্রকাশঃ  ০২-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ