বুড়িচংয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়লার  খামারের লন্ডবন্ড হয়ে ১১ লক্ষ টাকার ক্ষতি

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন    বুড়িচং প্রতিনিধি====কুমিল্লার বুড়িচংয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মাশরা এক বয়লার খামারের লন্ডবন্ড হয়ে মোরগ ঘরটি ধ্বসে পড়ে ১১ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘুর্ণিঝড় সিত্রাংয়ের ঝড়ো হাওয়ার ফলে খামারে থাকা প্রায় ২ হাজার মোরগ মরে গেছে। বুড়িচং উপজেলা বাকশীমুল ইউনিয়নের মাশরা নিবাসী উপজেলা যুবলীগ নেতা খোকন এন্টারপ্রাইজের মালিকানাধীন মো. খোকন সরকার ৯০ ফুট বিশিষ্ট একটি টিন সেটের ঘরে করোনা কালীন সময় ধরেবয়লার মুরগী পালন করে আসছেন কিন্তু গত সোমবার দিবাগত ঘুর্ণিঝড়ের প্রভাবে তার ওই টিন সেটের ঘরটি প্রবল ঝড়ো বাতাসে সম্পূর্ণ ধ্বসে পড়ে যায়। এতে পালনকৃত মোরগ বাবদ ৫ লক্ষ টাকা ও ঘর বাবদ ৬ লক্ষ মিলিয়ে ১১ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। করোনা পরবর্তী তার এ ক্ষতি পুষিয়ে নিতে হিমশিম তাকে খেতে হচ্ছে। এছাড়া, খাবারের
চারিদিকে রোপনকৃত তার বাগানের বিভিন্ন প্রকারের গাছ গাছালির ও ব্যাপক ক্ষতি হওয়ায় তিনি
খামার পরিচালনায় ব্যাপক অসুবিধার সম্মুখিন হয়ে পড়েছেন। এক বিবৃতিতে তিনি সাংবাদিকদের
জানান- তার এ বয়লার খামার পুনরায় চালু করতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা সরকারি সাহায্য পাওয়া দরকার
বলে মনে করছেন ।
ক্যাপশন:বুড়িচংয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়লার   খামারের লন্ডবন্ড হয়ে ১১ লক্ষ টাকার ক্ষতি সাধন।সংবাদ প্রকাশঃ  ২৬-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ